চারপাশ নোংরা
মাঝপথ রাস্তায়
মশা মাছির উদ্ভব
খোলা খাবার সস্তায়।
এদিক সেদিক থুথু
ময়লায় দুর্গন্ধ
কালো ধোঁয়ায় গাড়ির
ধুলাবালিতে অন্ধ।
পানি পানে অনিরাপদ
সবজি ফলে মরণব্যাধি
উন্নয়নে লুটপাট
নেতার কথায় তেলেসমাতি।
দুপাশ নদী
শহর উঠছে গড়ে
আর্বজনার স্তুপে
যাচ্ছে নদী ভরে।
অযথা হর্ন আর
মাইকের শব্দ
জনগণের অস্বস্তি
বিবেক তার জব্দ।
যেদিক সেদিক ধূমপান
বাতাসে অসুস্থ
গাড়ির যানজটে
শহুরে জীবন অতিষ্ঠ।