চট্টগ্রামের পটিয়া রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সাতক্ষীরা জেলার আশারশনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। স্থানীয় দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার এ শিক্ষার্থীর আগামী মাস থেকে শুরু হওয়া আলিম পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। রেলে সঙ্গে থাকা দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা ও তার সহপাঠী হাফেজ আলাউদ্দিন জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। শিক্ষকের স্ত্রীসহ মাদ্রাসার পাঁচ ছাত্র গত রোববার কক্সবাজার বেড়াতে যান। পাঁচদিন কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে করে চট্টগ্রামে যাওয়ার পথে পটিয়া রেল স্টেশনের অদূরে একটি ঝোঁপে পড়ে যায় ওসমান। এতে তার মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। ধারণা করা হচ্ছে বাথরুমে গিয়ে সেখান থেকে বের হওয়ার পর দরজার ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমরোজ জাহান আনিকা জানান, সরাসরি ট্রেনে কাটা না পড়লেও ওই মাদ্রাসা শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।