ঈদুল আজহায় অগ্রিম টিকিটের প্রস্তুতি বাস-ট্রেনের

বিআরটিসিতে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি ট্রেনের টিকিট বিক্রি অনলাইনে ২১ মে থেকে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে। এদিকে বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বরাবরের মতো রেলওয়ে এবারও যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে শতভাগ অনলাইনে সাত দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের এই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রেল ভবন থেকে জানা গেছে, আগামী ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রি শুরু হবে ১০ দিন আগে, ২১ মে থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল আটটায়। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি বেলা দুইটায় শুরু হবে।

বাসের অগ্রিম টিকিট আজ থেকে : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃজেলার দূরপাল্লার বাসগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। নগরীর বিআরটিসি এলাকায় আন্তঃজেলার দূরপাল্লার এসি বাস

কাউন্টারগুলোতে আজ শুক্রবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবারই বাস কাউন্টারগুলোতে ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথমদিন থেকে যাত্রীদের ভিড় লেগে থাকে।

দূরপাল্লার বিভিন্ন এসি বাস কোম্পানিগুলো ঈদে ননএসি বাসের অগ্রিম টিকিট দিয়ে থাকে বিআরটিসি বাস কাউন্টার থেকে। এজন্য শ্যামলী এনআর ট্রাভেলস, হানিফ পরিবহন, গ্রীণ লাইন, সৌদিয়াসহ সব বাস কোম্পানির কাউন্টারগুলোতে সকাল থেকে ঈদের অগ্রিম টিকিটের জন্য ভিড় লেগে যায়। এই ব্যাপারে শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের জিএম বাবুল আহমেদ আজাদীকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসযাত্রীদের মাঝে অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (আজ) সকাল থেকে শুরু হবে। আমাদের বিআরটিসি বাস কাউন্টারে সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওইখান থেকে অগ্রিম টিকিট নেয়ার পর নগরীর দামপাড়া, অলংকার মোড়, একেখান গেইট, বিআরটিসি, কর্ণেলহাট গেইট, নেভি গেইট, বায়েজিদসহ যে কোনো কাউন্টার থেকে যাত্রীরা উঠতে পারবেন। শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের মহাব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করে আন্তঃজেলার দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট দেয়া হবে। ঈদে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে ২৫০ থেকে ৩০০ ননএসি বাস এবং ২৫০ থেকে ৩০০ এসি বাস যাবে। এতে প্রতিদিন ২৪ হাজারের মতো যাত্রী যেতে পারবেন।

এদিকে আন্তঃজেলা বাস মালিক সমিতির এক কর্মকর্তা বলেন, এবার ঈদে বাড়ি ফেরার ভীড় একটু কম হবে। যাত্রীরা ভালো ভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য বাড়ি যেতে পারবেন। ২০ হাজারের মতো যাত্রী শহরে আসবেন। চট্টগ্রাম থেকে ৫০ থেকে ৬০টি রুটে প্রতিদিন ৫শ’ থেকে ৬শ’ গাড়ি যাবে যাত্রী নিয়ে।

১৬টি আন্তঃনগরে ট্রেনের অগ্রিম টিকিট : ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে। আগামী ১ জুনের বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। আর ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, এবারও ঈদের অগ্রিম টিকিট বিক্রি হবে শতভাগ অনলাইনে। যাত্রীদের মাঝে ১৬টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। পূর্বাঞ্চলে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে বলে জানান রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন তিনি। কোনো টিকিট রিফান্ড করা যাবে না। চট্টগ্রামচাঁদপুরচট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

পাহাড়তলী কারখানায় চলছে অতিরিক্ত কোচ মেরামতের কাজ : প্রতি বারের মত এবারও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামতের কাজ শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। এরমধ্যে বেশির ভাগ কোচ মেরামত করে রেলওয়ের পরিবহন বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী কারখানার সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

বাংলাদেশ রেলওয়ের দুটি কারখানাএকটি পাহাড়তলী এবং অপরটি সৈয়দপুর। এই দুটি কারখানায় রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সকল পুরাতন কোচ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচগুলো মেরামত করে একেবারে নতুন করে তোলা হয়। আর প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে এই দুটি কারখানায় পুরাতন কোচ মেরামত করা হয়। কারখানায় মেরামতকৃত কোচগুলো ঈদের সময় প্রতিটি ট্রেনে চাহিদা মাফিক যুক্ত করা হয়ে থাকে।

প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে প্রতিটি ট্রেনে ২টি থেকে ৪টি পর্যন্ত অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়। নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ঈদ স্পেশাল চালু করা হয়।

এই ব্যাপারে পাহাড়তলী কারখানার কর্ম ব্যবস্থাপকের দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামত করছি আমরা। আমাদের শ্রমিকরা রাতদিন কাজ করছেন। মেরামতের কাজ প্রায় শেষ।

অতিরিক্ত কোচগুলো ঈদে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে, মেইল, লোকাল ট্রেনে এবং স্পেশাল ট্রেনে যুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার