তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে গতকাল বুধবার থেকে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে প্রথম দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল রয়েছে চালকের আসনে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা ইতোমধ্যেই ৮ উইকেট হারিয়েছে। বৃষ্টিবিঘ্নিত দিনে ৬৪ ওভার ব্যাট করে তারা স্কোরবোর্ডে রান জমা করেছে ২২৬। পেসার এনামুল হক প্রথম দিনে ৯ ওভার বল করে ৩১ রান খরচায় নেন ৩ উইকেট। আরেক পেসার খালেদ আহমেদের শিকার ৪ উইকেট। দিনশেষে অপরাজিত আছেন ১০৬ বলে ৬৮ রান করা মিচ হে ও ২১ বলে ১১ রান করা ক্রিস্টিয়ান ক্লার্ক।