লোহাগাড়া থানায় উদ্ধারকৃত অর্ধডজন চোরাই গরু মালিকের কাছে হস্তান্তর

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া থানার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধারকৃত চোরাই ৬ টি গরু অসহায় মালিকের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ মে) বিকেলে উদ্ধারকৃত গরুগুলো লোহাগাড়া থানা হেফাজত থেকে স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়। গরুর প্রকৃত মালিক আকতার হোসাইন। তিনি বাঁশখালী উপজেলার ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওলা পাড়ার মৃত মদন আলীর পুত্র।

তার গোয়ালঘর থেকে চুরি হওয়া ৪টি গরু, দুটি গাভী ও দুটি বাছুর মোট ৪ টি গরুই ফিরে পেয়েছে। অপর মালিক হামিদুর রহমান (৩২)। তিনি বাঁশখালী উপজেলার একই এলাকার মৃত শাহ আলমের পুত্র। তার গোয়ালঘর থেকে চুরি হওয়া ২টি গরু বাছুর ফিরে পেয়েছে।

গরু মালিকগণ তাদের চুরি হওয়া গরু ফিরে পেয়ে আবেগাল্পুত হয়ে বলেন, বিগত ৫ মে রাতে প্রতিদিনের মত গরুগুলো গোয়ালঘরে রেখে আমরা ঘুমিয়ে ছিলাম, সকালে দেখি গরু নেই, আমাদের শখের গরু গোয়ালঘরে নেই দেখে অনেক জায়গায় খুঁজাখুঁজি করেও সন্ধান না পেরে আমরা ভেঙে পড়ি, হঠাৎ গণমাধ্যম এবং বাঁশখালি থানার মাধ্যমে খবর পাই কিছু গুরু লোহাগাড়া থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে, দ্রুত লোহাগাড়া থানায় হাজির হয়ে গরুগুলোকে সনাক্ত করি এবং আইনগত প্রক্রিয়া শেষ করে আমাদের শখের গরুগুলো নিজ গৃহে নিয়ে যাচ্ছি।

গুরু গুলো উদ্ধারে লোহাগাড়া থানার ওসিসহ যারা সহযোগিতা করেছেন সকলের ভূয়সী প্রশংসা করেন এবং সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন ফিরে পাওয়া গরুগুলোর প্রকৃত মালিকগন।

উল্লেখ্য বিগত ৫ ই মে দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট অফিস এলাকায় সন্দেহজনক গরু বোঝাই একটি গাড়িকে ধাওয়া করে দোহাজারী হাইওয়ে থানার সহযোগিতায় ৬ টি চোরাই গরুসহ ২ জন চোরকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।

এ সময় গরু বোঝাই একটি গাড়ি, একটি দেশীয় তৈরি বন্দুক ও চোরাই ৬ টি গরু উদ্ধার করা হয়, গরুগুলো থানা হেফাজতে ওসি আরিফুর রহমানের প্রত্যক্ষ তত্বাবধানে ছিল এবং আজকে আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্থান্তর করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিগত ৫ ই মে দিবাগত রাতে লোহাগাড়া চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি গরুবোঝাই গাড়িকে ধাওয়া করে বাছুরসহ ৬ টি গরু, একটি গরুবোঝাই গাড়িসহ দুজন চোরকে আটক করি, এতদিন গরুগুলো আদরযত্নে থানা হেফাজতে ছিল, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করি। জনস্বার্থে গরুচোরসহ অপরাধীর বিরুদ্ধে লোহাগাড়া থানা সবসময় প্রস্তুত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট স্কুল অ্যান্ড কলেজে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে শরবত বিতরণ