হাটহাজারীতে আগুনে পুড়ল ব্যবসা প্রতিষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আগুনে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মেখল ইউনিয়নের ইছাপুর ফয়েজিয়া বাজারে ঘটনা ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারের ১নং ওয়ার্ড এলাকায় মো. সাইফুলের মালিকানাধীন মধুবন সুইটস নামক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই এই প্রতিষ্ঠানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সময় মতো আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ওই প্রতিষ্ঠানের আশে পাশের অসংখ্যা ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মালিক সাইফুল বলেন, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ৬০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্বাস্থ্য সহকারীদের স্মারকলিপি প্রদান
পরবর্তী নিবন্ধবোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী