আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী বলেছেন, সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। ন্যায়বোধ সম্পন্ন মানুষ না হয়ে শুধুমাত্র শিক্ষিত হলেই একটি জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ সুশিক্ষিত প্রজন্ম। নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন আর নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল বুধবার আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা চন্দনাইশ–সাতকানিয়া আংশিক জোনের ব্যবস্থাপনায় একটি কনভেনশন সেন্টারে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও প্রযুক্তি সুষম ব্যবহারে দক্ষ গড়ে তুলতে না পারলে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে না। তাই দেশ–প্রেমিক দক্ষ সুনাগরিক গড়ে তুলতে আসুন আমরা নিজেদের পরিবর্তন করি। রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতির যথার্থ চর্চায় অভিভাবকদের গভীর মনোযোগ দিতে হবে। মাওলানা হারুনুর রশিদ ও মাওলানা রবিউল হাসান দায়েমির যৌথ সঞ্চালনায় চন্দনাইশ জোনের পরিচালক মুহাম্মদ আয়ুব তাহেরির সভাপতিত্বে অনুষ্ঠানে মেহমানে আ’লা ছিলেন আল্লামা আবুল কাশেম নূরী। সংবর্ধেয় অতিথি ছিলেন পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শফিকুল ইসলাম রাহি। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন, অধ্যক্ষ আবদুল গফুর রেজবী, সোলাইমান ফারুকী, মুহাম্মদ নাছির উদ্দীন, অ্যাডভোকেট ছলিম উদ্দীন খান, অধ্যাপক কাউসার হামিদ ও মুহাম্মদ গিয়াস উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। আলোচনায় অংশ নেন মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, বাদশা মিয়া, মাওলানা ইউনুস রেজভী, মাওলানা জহুরুল কাদের, নাছির উদ্দীন, মুহাম্মদ রিদোয়ান, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ মিজান, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ মতিন উল্লাহ্ সাদেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।