ছোট্টবেলার খেলার সাথি
ছিলো কতো জন
খেলার সাথি পড়ার সাথি
ভরিয়ে দিতো মন।
যৌবনকালে সুখের সাথি
কাটলো কয়েক জন
বৃদ্ধকালে দুঃখের সময়
যায় একা জীবন
জন্মকালে আপন জন
পাশে ছিলো মা
বৃদ্ধকালে আপনজন
পাওয়াই যায় না
মোহাম্মদ তাজুল ইসলাম | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ