এক সপ্তাহের ব্যবধানে সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৬০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী–বিএসএফ। গতকাল বুধবার সকালে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জন এবং সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে পাঠানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা এখন বিজিবির অধীনে রয়েছে। খবর বিডিনিউজের।
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে সকালে বিএসএফ ৪৪ জনকে ঠেলে পাঠায়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তিনি বলেন, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন সবাই বাংলাদেশি। তারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। আটকের পর স্থানীয়রা বিজিবিকে জানালে তারা গিয়ে হেফাজতে নেন। পরে শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে তাদের রাখা হয়। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসলাম উদ্দিন বলেন, আটকদের সঙ্গে কথা বলে জানাতে পেরেছেন, তাদেরকে কয়েকদিন আগে ভারতীয় পুলিশ আটক করে। এরপর বিএসএফের কাছে হস্তান্তর করে। আটকরা জানিয়েছেন, সীমান্তের ওপারে তাদের মত আরও অনেককে আটক করে রেখেছে বিএসএফ।