চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘শেখ মুজিবুর রহমান’ ও ‘শেখ রাসেল’ নামে থাকা দুটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে কবি কাজী নজরুল ইসলাম হল ও শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল হল দুটির নাম পরিবর্তন করার। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল ১৩৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে হল দুটির আগের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা হল দুটির নাম পরিবর্তনসহ ২৩ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করেছিল। এরই ধারাবাহিকতায় প্রশাসন হল দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর চুয়েটে স্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের নাম পরিবর্তন করা হয়। নতুন নাম দেওয়া হয় আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট।