চন্দনাইশে আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে। তার নাম মোহাম্মদ কোরবান আলী (৭০)। গত সোমবার সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, জোয়ারা ইউনিয়নের উত্তর জোয়ারা ৫ নং ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কোরবান আলী গত সোমবার সকালে নিজের গাছে আম পাড়তে উঠেন। এ সময় হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। প্রতিবেশি ও স্বজনরা দ্রুত তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, গাছে আম পাড়তে উঠে কোরবান আলী নামের এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরঙিন মুখের রহস্যময় ম্যানড্রিল
পরবর্তী নিবন্ধশত বর্ষের ছবি নিয়ে বান্দরবানে আলোকচিত্র প্রদর্শনী শুরু