চুয়েটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘হ্যান্ডস–অন–ট্রেইনিং অন লাইব্রেরি ম্যানেজমেন্ট– কোহা সফটওয়্যার’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়। একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। কী–নোট স্পীকার ছিলেন চীফ লাইব্রেরিয়ান মো. আব্দুল খালেক সরকার, ডেপুটি লাইব্রেরিয়ান মো. নাসিরুজ্জামান, ডেপুটি লাইব্রেরিয়ান মুহাম্মদ এমরানুল হক, সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা এবং সহকারী লাইব্রেরিয়ান ইমরান হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।