চট্টগ্রাম বন্দর নিয়ে আ. লীগ সরকারের সব চুক্তি স্থগিতের আহ্বান চরমোনাই পীরের

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল অপারেশনের কাজসহ যেসব চুক্তি পতিত আওয়ামী লীগ সরকার করেছিল তা বাতিল করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি গতকাল মঙ্গলবার রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে একথা বলেন। খবর বাসসের।

দলের রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার চক্রান্ত করে যাচ্ছে। আমীর বলেন, চট্টগ্রাম বন্দরের মতো ভূরাজনৈতিক কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনায় বিদেশিদের অন্তর্ভুক্ত করা সমীচীন হবে না। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার পরিকল্পনা বাদ দিয়ে দেশীয় সংস্থাগুলোকে দক্ষ ও যোগ্য করে তোলার প্রতি নজর দিন। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের স্বার্থে কোনো কাজ করে নাই। তাদের করা প্রত্যেকটা বৈদেশিক চুক্তি ও বিনিয়োগ চুক্তির পেছনে ব্যক্তিগত স্বার্থ ছিল।

তাই পতিত সরকারের শুরু করা কোন চুক্তিই বাস্তবায়ন করা ঠিক হবে না।

জুলাই গণহত্যার দ্রুত বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ভারত ও ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধকরণ এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নুরুন নবী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, হাফেজ মাওলানা আব্দুর রহমান দিদারী, রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধজান্নাতুল ফেরদৌসের গিরগিটি জীবন গ্রন্থের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধরিটেইনিং ওয়াল ও রাস্তা নির্মাণের জন্য ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান