বোয়ালখালীতে প্রায় ১৭ বছর ধরে প্রভাবশালীদের দখলে রাখা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের দাবির মুখে সমপ্রতি এই জমি উদ্ধার করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বোয়ালখালী থানার চরনদ্বীপ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরনদ্বীপ গ্রামের মুনাফ সওদাগর বাড়ীর অধিবাসীরা সমপ্রতি সরকারি জমি (কবরস্থান) দখলের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দেন। সেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি ওই জমির উপরে থাকা চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া ও একটি কবরস্থান দখলে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। অনুসন্ধানে নেমে অভিযোগের প্রমাণ পায় প্রশাসন। এরপর অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। পুনরায় অবৈধ দখল ঠেকাতে পরে সেখানে সরকারি জমি উল্লেখ করে সতর্কতামূলক সাইনবোর্ড সাঁটানো হয়। দীর্ঘদিন পর চলাচলের রাস্তা উন্মুক্ত হওয়ায় হাসি ফুটেছে এলাকাবাসীর মুখে। তাঁরা এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি এলাকাবাসী ভবিষ্যতে যাতে ওই দখলবাজরা পুনরায় সরকারি জমি দখল করতে না পারেন সেজন্য প্রশাসনের তদারকি অব্যাহত রাখার অনুরোধ জানান। সরকারি জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি বলেন, বহু বছর ধরে একটি পক্ষ সরকারি জমি দখল করে রেখেছিল। তাদের উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে কেউ এমন প্রচেষ্টা চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।