সাতকানিয়ায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাঘদীঘি ও পুরানগড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীন (৪৮) ও পুরানগড় ইউনিয়ন যুবলীগ নেতা মো. আতাউল ইসলাম চৌধুরী (৪৫)

জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলার দুই আসামি নিজ নিজ এলাকায় অবস্থানের সংবাদ গোপন সূত্রে পেয়ে সাতকানিয়া থানার পুলিশ গত সোমবার রাতে অভিযান পরিচালনা করে। এসময় ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলানা ছগির শাহ পাড়ার মো. আবু তাহেরের ছেলে মো. আজহার উদ্দীন এবং পৃথক অভিযানে পুরানগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফজাল আহামাদ চৌধুরীর ছেলে মো. আতাউল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত বছরের ১৮ জুলাই কেরানীহাট এলাকায় ও ৪ আগস্ট পুরানগড়ের মনেয়াবাদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদাবি দীর্ঘদিনের, এবার কি সেতু হবে
পরবর্তী নিবন্ধসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি ছাত্র নিহত