মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্পের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা১ এ এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জাহাঙ্গীর আলম জ্ঞাত আয়বহির্ভূত ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের পাশাপাশি ৯৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক ১২৭ কোটি ৩৫ লাখ টাকা লেনদেন করেছেন। খবর বিডিনিউজের।

মামলায় অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশ্যে মানিলন্ডারিংয়ে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭() ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪() ও ৪() ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতা সাজ্জাদ কারাগারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট, নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই