চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে পাচার করছিলেন একটি চোর চক্র। এ সময় অভিযান চালিয়ে ৬ টুকরো (৩৫ সিএফটি) সেগুন গাছ জব্দ করেছে বন বিভাগ। গত রোববার সকালে দোহাজারী রেঞ্জের দোহাজারী দিয়াকুল এলাকা থেকে কাঠগুলো জব্দ করে বন বিভাগ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি জিপ গাড়িও জব্দ করা হয়। জিপের চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।