রোটারি ক্লাব চিটাগং রিভার শাইনের ক্লাব অ্যাসেম্বলি

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের ২০২৫২৬ রোটা বর্ষের ১ম ক্লাব অ্যাসেম্বলি গত ১১ মে ক্লাব সভাপতি রোটারিয়ান ডা. নাজ সোহানী সুলতানার সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে আগামী বর্ষের সভাপতি রোটারিয়ান তাসকিয়া জহুর চৌধুরী তার বোর্ড কে পরিচয় করিয়ে দেন এবং তার ভবিষ্যৎ ক্লাব কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্য রাখেন রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান ডা. এম, এ করিম, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান আজিজুল হক, রোটারিয়ান মুরতুজা বেগম, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান হেফাজুতুন নেছা শিলা, রোটারিয়ান সুলতান সালাউদ্দিন আজিজ, রোটারিয়ান কাইসার। ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটারিয়ান এ এইচ এম জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনার্সরা সুরক্ষিত না হলে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না
পরবর্তী নিবন্ধআমানত খান (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ ২৮ মে