অটোরিক্সার বিভ্রান্তি: স্থায়ী প্রতিকার হোক

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

রাজধানীসহ প্রতিটি শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়ক সবখানেই এখন অবাধ বিচরণ ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার অবৈধ যানবাহনের। হাইকোর্টের নিষেধাজ্ঞা ও কোনও বৈধ নিবন্ধন না থাকা সত্ত্বেও দিনের আলো হোক বা রাতের অন্ধকার এই যানবাহনগুলো চলছে পুরোপুরি আইনের তোয়াক্কা না করে।

সড়ক দুর্ঘটনার নতুন উৎস আজকাল এই ব্যাটারি চালিত অটোরিকশা বাস, ট্রাক কিংবা মোটরসাইকেলের ভেতরে এসব রিকশা ঢুকে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাজধানীর যানজট পরিস্থিতি ভয়াবহরূপ নিয়েছে। এরই মধ্যে গরমে অতিষ্ঠ জনজীবন, সাথে যোগ হয়েছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। অথচ এই অবৈধ রিকশাগুলো দিনেরাতে ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎ ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করছে।

এখনই সময় এই বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার। সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা দ্রুত বন্ধ করা হোক।

ফিয়াদ নওশাদ ইয়ামিন

শিক্ষার্থী,

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট।

পূর্ববর্তী নিবন্ধসুকান্ত ভট্টাচার্য : রবীন্দ্রোত্তর বাংলা কবিতার বৈপ্লবিক কবি
পরবর্তী নিবন্ধমুক্তির পয়গাম