দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহ পাড়ার যুবদল কর্মী আবদুল্লাহ মানিক হত্যা মামলার আসামি মোহাম্মদ কায়সার (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব–৭ এর সদস্যরা। গত রোববার বিকাল সাড়ে তিনটার দিকে লোহাগড়া থানার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত মোহাম্মদ রুবেল (৩৬) নামের এক আসামিকে অস্ত্র–ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে রুবেলকে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সালেহ আহমেদ ড্রাইভারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রুবেল ওই বাড়ির নুর মোহাম্মদের ছেলে। সে তার বসতঘরে বসে ইয়াবা ক্রয় বিক্রয় করে আসছিল। তার কাছে থাকা একটি ব্যাগে পাওয়া গেছে একটি এলজি ও ২০ পিস ইয়াবা। রুবেলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেন, দেশীয় তৈরি এলজি ও ইয়াবাসহ গ্রেপ্তার করা ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল ও খুনের মামলার আসামি কায়সারকে আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।