চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানের অভিযোগে মো. এনামুল হক (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গত রোববার রাতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত এনামুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে বিভিন্নভাবে অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ সংগঠনকে অর্থ যোগানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকে মামলা ছিল।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার এনাম গত বছর আগস্টের ১৯ তারিখে বিশেষ ক্ষমতা আইনে বায়েজিদ বোস্তামী থানায় হওয়া ১৬ নং মামলার আসামি। গতকাল সোমবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।