চান্দগাঁওয়ে ৩২ জন নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

| সোমবার , ১২ মে, ২০২৫ at ৪:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার ২৫ জনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় ২৫ জন, জিআর মামলায় ১জন, ডাকাতি মামলায় ২ জন,মাদক মামলায় ২ জন,সিএমপি অধ্যাদেশে ২ জন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগর উপকূল থেকে শিশুসহ ৪০ রোহিঙ্গাকে আটক