হাটহাজারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ গত শনিবার মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আয়োজনের শুরুতেই কর্মসূচির অংশ হিসেবে প্রথমে বিদ্যালয়ের কাব–স্কাউট, স্টুডেন্ট কাউন্সিল, ক্ষুদে ডাক্তার সদস্য এবং শিক্ষার্থী–শিক্ষক মিলে বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা এবং আলোচনা সভা। শিক্ষা সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে তিনি বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিযোগী এবং শিক্ষক–অভিভাবকদের উদ্দেশ্য শিক্ষার গুণগত মান নিশ্চিত কল্পে সারগর্ভ বক্তব্য রাখেন। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মামুন আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার উপ–আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম ম্যানেজার জিয়া উদ্দীন রিংকু। প্রধান শিক্ষক বিজয় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, শিক্ষক সৈয়দ আবু এমরান। প্রতিযোগিতায় হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বরাবরের মতো কৃতিত্বের স্বারক রাখেন।