রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

ঊর্ধ্বে থাকুক দেশ

আসছে নতুন বিধিমালা

নতুন ডিসিশন

অস্থিরতায় স্বস্তি হারায়

বিষিয়ে ওঠে মন।

 

উচ্চতাপে উচ্চ চাপে

ঠিক থাকে না সেন্স

নানারকম সিদ্ধান্তে

কমে না ডিসটেন্স।

 

দ্বন্দ্ব কমুক মন্দ কমুক

যুদ্ধের হোক শেষ

যেযেরকম মতে থাকুক

ঊর্ধ্বে থাকুক দেশ।

পূর্ববর্তী নিবন্ধচলতি বছর লবণ আমদানি করা হবে না
পরবর্তী নিবন্ধবিশ্বাসের বন্ধনে বাঁধা, ভালোবাসার পথে চলা!