জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল ৩টার দিকে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়। চান্দগাঁও থানার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধৃতরা হচ্ছেন তুবিন চাকমা (২৭), উসাইমং মারমা (২৭), সাচিং মারমা (৩৫), রিংকু চাকমা (৩০) ও জিকো চাকমা (২৪)।