চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় প্রথম হারের স্বাদ নিল হাক্কানী ক্রিকেট ক্লাব। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা হাক্কানী দ্বিতীয় ম্যাচে এসে হেরে গেছে। গতকাল চট্টগ্রাম জেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সিএম গোল্ডের কাছে ৫ উইকেটে হেরেছে হাক্কানী ক্রিকেট ক্লাব। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম লিজেন্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চিটাগাং রয়্যালস। গতকাল ১৩১ রানের বিশাল ব্যবধানে জিতেছে চিটাগাং রয়্যালস। দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে হাক্কানী ক্রিকেট ক্লাব। প্রথম বলেই তারা উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে গোলাম মোরশেদ এবং মোরশেদুল ৪৪ রান যোগ করলেও এজুটি ভাঙ্গার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে হাক্কানী ক্রিকেট ক্লাবের ব্যাটিং। ফলে ১৭.৪ ওভারে মাত্র ৭৮ রান করে অল আউট হয় হাক্কানী ক্রিকেট ক্লাব। দলের পক্ষে মোরশেদুল ২১, গোলাম মোরশেদ ১৮ এবং তারেক ১৪ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। সিএম গোল্ডের পক্ষে ১১ রানে ৪টি উইকেট নেন মাহতাব। ১৪ রানে ৩টি উইকেট নেন ঈদে আমিন। ২টি উইকেট নিয়েছেন শহীদুল। জবাবে ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় সিএম গোল্ড। দলের পক্ষে ইমন ১৯, সবুজ ১৯, হাফিজুর ১৭ এবং ওয়াজি করেন ১০ রান। হাক্কানী ক্রিকেট ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রবিন এবং আনসার। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সিএম গোল্ডের মাহতাব উদ্দিন। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানী টি ট্রেড এর ম্যানেজার তাজবির হাকিম। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে চিটাগাং রয়্যালস। উদ্বোধনী জুটিতে ডালিম এবং রাজিব ৪৯ রান যোগ করেন। ২৫ বলে ৩১ রান করেন ডালিম। তবে চট্টগ্রাম লিজেন্ডের বোলারদের তুলোধুনো করেছেন ইকবাল হোসেন। তার ৪১ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে চিটাগাং রয়্যালস। ইকবাল ১০টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন। এছাড়া সাকিবুর ২৬ বলে ৩৫ এবং ৮ বলে ১৯ রান করেন অমি। চট্টগ্রাম লিজেন্ডের পক্ষে ২টি উইকেট নিয়েছেন শফিকুর। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম লিজেন্ডকে শুরুতেই ধাক্কা দেন প্রনব দাশ। তিনি ফেরান দুই ওপেনারকে। এরপর শুরু হয় নাজিমুদ্দিনের তোপ দাগানো। তার বোলিং এর মুখে পড়ে মাত্র ৫৩ রানে অল আউট হয় চট্টগ্রাম লিজেন্ড। দলের পক্ষে ১০ রান করা রফিক ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চিটাগাং রয়্যালসের পক্ষে ১৪ রানে ৫ উইকেট নিয়েছেন নাজিম উদ্দিন। তবে ম্যাচ সেরা হয়েছেন ইকবাল হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানী টি লিঃ এর জেনারেল ম্যানেজার টি মার্কেটিং ওমর হান্নান।