দক্ষিণ আফ্রিকা ইমার্জিং মহিলা দলের বিপক্ষে আগের ম্যাচেই সিরিজ হার নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং মহিলা দল। যদিও সে ম্যাচে জয়ের একটা দারুন সম্ভাবনা জাগিয়ে তুলেছিল স্বাগতিক নারীরা। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে গতকাল সিরিজের শেষ ম্যাচে সান্তনার জয় পেয়েছে স্বাগতিক নারীরা। আর তাতে ২–১ ব্যবধানে সিরিজ হেরেছে স্বাগতিক নারীরা। গতকাল সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ইমার্জিং ওমেন্স দল ১৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং মহিলা দলকে। প্রথমবারের মত এই সিরিজে দারুন ব্যাটিং করে বাংলাদেশের নারীরা। আড়াইশর উপরে রানও করে প্রথমবারের মত। আর তাতেই আসে সান্তনার জয়টি।