নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা গত ৯ মে অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া আবুল বশর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সরকারি জজ রূপন কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যাপক গণিতবিদ শিপন চন্দ্র নাথ। সংবর্ধিত অতিথি ছিলেন আশীষ দে মণি, সুজন দে ও সমীর মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। শুরুতে গীতাপাঠ করেন কোয়েল দাশ। কণিকা চৌধুরী, প্রমি ভূঁইয়া পূজা ও চুমকি চৌধুরীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নিউটন দত্ত, সুমন কান্তি শীল, অসীম শীল, মিলি ঘোষ, টিটু দাশ, দীপা চৌধুরী, দেবর্ষি রায়, টুম্পা দাশ, শর্মিতা দাশ অয়ন্তা, মাম্পি দাশ, অসীম কুমার নাথ, অস্মিতা দে প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রূপন কুমার দাশ বলেন, আজকের শিশুরা আগামী দিনে আলোকিত দেশ গড়বে। তাদের গড়ে তুলতে অভিভাবক মহলকে শিশুদের বন্ধু হয়ে ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।