নিশিত রাতে বাহিরে কার কন্ঠ যেন বাজে কানে
শুধালেম কে আছো ওপারে তাকিয়ে আছো নদী পানে?
নদীর মাঝি বৈঠা বাইতে হাত দু‘খানা নাড়ে সাথে
আকাশ কালো মেঘে হঠাৎ বিষ্টি এলো বজ্রপাতে।
তুমুল ঝড়ে, ঢেউয়ের তোড়ে ভাসিয়ে গেলো নৌকা খানা
অন্ধকারে মিলিয়ে গেলো কোথায় গেলো তা অজানা।
পাখির ডাকে ভোরের আলো ফুটলো যবে চারদিকে
রঙধনুটা উঠল হেসে রঙ ছড়িয়ে পূবদিকে।
সূর্য্যি মামা রোদ ছড়িয়ে বাঁচিয়ে দিলো মাঝির প্রাণ
পাখিরা সব উড়ে বেড়ায় কন্ঠে তোলে মিষ্টি গান।