চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শনিবার সকালে মীর্জা ফখরুল চট্টগ্রাম পৌঁছালে মেয়র ডা. শাহাদাত তাকে অভ্যর্থনা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দরে স্বাগতকালে মেয়রের সঙ্গে মীর্জা ফখরুলের একান্ত আলাপ হয় এবং চলমান নগর উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। এই নগরীর নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সামঞ্জস্য আনার লক্ষ্যে মেয়র ডা. শাহাদাত যেভাবে নিরলসভাবে কাজ করছেন, তা প্রশংসনীয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নে আমরা যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি, তা বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের অনুপ্রাণিত করে। বিমানবন্দরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপি নেতা মো. কামরুল ইসলাম, মনিরুল ইসলাম ইউছুপ সহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।