গত ৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনাই এর পক্ষ থেকে চমেক হাসপাতালে ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে রোগীদের মাঝে নগদ অর্থ ও উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনাই’র প্রেসিডেন্ট গোলাম বাকী মাসুদ, এলামনাই সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুত, সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য এইচ এম সালাউদ্দিন, সিটি ইউনিটের কার্যনিবাহী সদস্য নিজাম উল আলমখান, জিয়াউল কবির সোহেল, মনজুরুল ইসলাম রায়হান, আলী হায়দার চৌধুরী সাইমন, মোহাম্মদ ওবায়দুর রহমান, মিসবাহ উদ্দিন বাহার ও যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।