পাঁচলাইশ থানা পুলিশ নগরের ষোলশহর ২নং গেইট এলাকায় অস্ত্র–শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টিকালে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২০ জন পালিয়ে গেছে। গতকাল শনিবার বিপ্লব উদ্যান সংলগ্ন ফিনলে স্কয়ারের সামনে দলবদ্ধভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করে শক্তি প্রদর্শনসহ মহড়াকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন– জয় দাস (১৯), মো. জাহিদ হাসান (২০), আফতাহি রহমান ফারহান (২১), নাদিমুল হক (২০), তামিম মাহামুদ (১৯), মাইজ উদ্দিন সিদ্দীকি আকিল (১৯), মো. আরমান (১৯), ইফসান (১৯), ফজলে রাব্বি মৃদুল (১৯), ইমরান হোসেন ইমন (১৯), মো. নয়ন (২০) ও সৈকত দাস (২০)।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো ২০ জন পালিয়ে গেছে। যারা পালিয়ে গেছেন, তারা হলেন, মঈন প্রকাশ ব্ল্যাক মঈন (২১), রাইসু (২০), জসিম (২০), সাগর (১৯), নাজিম (১৯), জুনায়েদ (২০), জাহাঙ্গীর (১৯), মোবারক (২০), সাগর (১৮), জুনায়েদ হোসেন (১৮), মো. সাগর (২০), নাইম (১৮), মো. সুমন (১৯), মো. ওয়াসিম (১৯), মো. হাসান (১৮), মো. সজীব (১৯), রাসেল (১৮), আলিফ (১৯), ধ্রুব (১৮) ও প্রান্ত (১৯)। পাঁচলাইশ থানার এসআই রিয়াদ উছ সালেহীনের নেতৃত্বে অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত মোট ১২টি ছোরা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তারা বিভিন্ন নামের বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানান তিনি।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের এই সদস্যরা পাঁচলাইশ থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা ছিনতাই করতো। আসামিরা পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।