ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের দেখার বিষয় নয়, বললেন ভ্যান্স

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১২:০৪ অপরাহ্ণ

ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যকার উত্তেজনা নামিয়ে আনা উচিত মন্তব্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এই পারমাণবিক শক্তিধর দুই এশীয় প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করে না এবং তাদের মধ্যে যুদ্ধ মোটেও আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই যত দ্রুত সম্ভব উত্তেজনা কমে যাক। যদিও আমরা এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা যেটা করতে পারি তা হলো উত্তেজনা কমাতে তাদেরকে খানিকটা উৎসাহিত করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা একটা যুদ্ধের মাঝখানে গিয়ে জড়িয়ে পড়তে পারি না, কার্যত যেটা আমাদের দেখারই বিষয় নয় এবং আমাদের নিয়ন্ত্রণক্ষমতার বাইরে, বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের যে লক্ষ্য তাতে ভারত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, এদিকে পাকিস্তানকে এখনও যুক্তরাষ্ট্র তার মিত্র হিসেবেই দেখে, যদিও ২০২১ সালে আফগানিস্তান থেকে ওয়াশিংটন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর তার কাছে ইসলামাবাদের গুরুত্ব অনেকটাই কমে এসেছে। বিশ্লেষকদের পাশাপাশি সাবেক কয়েক মার্কিন কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল নজর এখন ইউক্রেনরাশিয়া ও গাজা যুদ্ধ থেকে কূটনৈতিক লক্ষ্য হাসিল করা। যে কারণে তারা ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমিয়ে আনতে সরকারিভাবে কোনো ধরনের চাপ দিচ্ছে না। বৃহস্পতিবারও নয়া দিল্লি ও ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে। দুই দেশের মধ্যে দুই দিনের সংঘাত এরই মধ্যে অন্তত অর্ধশত লোকের প্রাণ কেড়ে নিয়েছে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। নয়া দিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে পেহেলগামে হামলার নিরপেক্ষ তদন্ত চেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের সমালোচনায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির
পরবর্তী নিবন্ধরাশিয়ার বিজয় দিবস উদযাপন পুতিনের পাশে শি জিনপিং