নর্থ সাউথ ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

জাকজমক ভাবে শেষ হলো এলামনাই এসোসিয়েশন অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি চট্টগ্রাম আয়োজিত এনএসইউ ফুটবল ফিয়েস্তা। বন্দর নগরী চট্টগ্রাম এর কালামিয়া বাজার সংলগ্ন জি.আর টার্ফে সন্ধ্যা থেকে আয়োজিত এ টুর্নামেন্টে প্রাক্তন এনএসইউ স্টুডেন্টদের নিয়ে ৫ টি দল অংশ গ্রহণ করে। দল গুলো হচ্ছে এনএসইউ টংস, এনএসইউ প্রবেশন ১০১, এনএসইউ নবাবস, এনএসইউ গ্ল্যাডিয়েটর ও এনএসইউ ১০১। যাদের মধ্যে এনএসইউ প্রবেশন ১০১ দল এনএসইউ নবাবস দল কে হারিয়ে চ্যম্পিয়ন হয়। এলামনাই এসোসিয়েশন অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি চট্টগ্রাম এর প্রেসিডেন্ট জসিম আহমেদ এর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোদন করেন ১৯৯৪ ব্যাচ এর আবু সোহেল ও ২০০১ ব্যাচ এর আহমেদ আশফাকুর রহমান। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯৩ ব্যাচ এর স্টুডেন্ট ও এশিয়ান এস আর হোটেল এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ইয়াকুব এবং এলামনাই এসোসিয়েশন অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি চট্টগ্রাম এর প্রেসিডেন্ট জসিম আহমেদ। টুর্নামেন্ট এ সর্বোচ্চ গোলদাতা হয় এনএসইউ প্রবেশন ১০১ দল এর পাভেল। বেস্ট গোলকিপার এনএসইউ প্রবেশন ১০১ দল এর মান্নান এবং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয় এনএসইউ প্রবেশন ১০১ দল এর তারেক। ইভেন্ট অরগানাইজার ছিলেন ২০১০ ব্যাচ এর স্টুডেন্ট শাহরিয়ার।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবাদের শক্তিশালী হাতিয়ার সাহিত্য
পরবর্তী নিবন্ধদুই গোলে এগিয়ে গিয়েও হারলো বাংলাদেশ