কক্সবাজারের রামু উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমদ, একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সৈয়দ আলম প্রকাশ মাস্টার আলম এবং কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তাদের আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিটিং–মিছিল সহ উপজেলায় নানা বিশৃঙ্খলা এড়াতে এই অভিযান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।