জনগণের মাঝে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে

হালিশহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় এক মিলনায়তনে এই সামবেশ অনুষ্ঠিত হয়। হালিশহর থানা সেক্রেটারি ও ১১ নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ড এমারতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ সোলাইমান, ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, আবুল হাসেম চৌধুরী, নাজমুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুস শাকুর, ইঞ্জিনিয়ার কাজী আবু শাহাদাত শাহীন, অধ্যাপক আবু রায়হান, অধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন, শফিকুল মওলা শোভন, শামসুল মওলা শরিফ, আবদুল কাদের প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, জনগণের মাঝে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। নগরবাসীর সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আরও দায়িত্ববান হতে হবে। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কলেজ রোড, বিটাক, হরিমন্দির এলাকায় দীর্ঘদিন ধরে ওয়াসার পানি নাই। তাই এই এলাকার জনগণ পানির জন্য হাহাকার করছে। এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে। বিষয়টি নজরে নিয়ে জনগণের ভোগান্তি লাঘবে ওয়াসার দৃষ্টি দিতে হবে। অবিলম্বে পানির এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাট থানা তাঁতীদলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবির্জাখাল খননের প্রথম পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন