রবীন্দ্রনাথ বাঙালি ও বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন

প্রত্যয়ের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

রবীন্দ্র বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক আবদুল হাকিম রানা, কবি ও প্রাবন্ধিক লায়ন মোহাম্মদ আবু সালেহ, এস এম হারুনুর রশীদ, আবৃত্তি শিল্পী রাজিউর রহমান বিতান, শাহাদাত হোসাইন। বক্তব্য দেন, শিল্পী শিবু মল্লিক, তবলা প্রশিক্ষক নিতাই পদনাথ, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে। প্রত্যয়য়ের সদস্য এঞ্জেলিনা বড়ুয়া ও নাফিফা কাউসার ত্বাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বা মহাজ্ঞানী ভাবলে রবীন্দ্রনাথ আমাদের কাছে আপন হবে না। রবীন্দ্রনাথকে ভাবতে হবে বন্ধু হিসেবে, কাছের মানুষ হিসেবে। তবেই রবীন্দ্রনাথ আবেগ, ভালোবাসা ও চিরন্তন সত্য হিসেবে আমাদের কাছে থাকবে। বাঙালি ও বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনুষ্ঠানে একে একে ২১ জন শিল্পী রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। ১২ জন শিল্পী রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। সেই সাথে দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ক্ষতিগ্রস্ত লবণ শিল্প মালিকরা ক্ষতিপূরণ পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায়
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে কম্পিউটার হার্ডওয়্যার রিপেয়ার শীর্ষক ওয়ার্কশপ