নগরীর পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন–অর–রশীদ। আটক পাচারকারীদের মধ্যে মো. সাইফুল (৩০) কক্সবাজারের বাসিন্দা এবং মো. আক্কাস (৩০), মো. লোকমান (৪৫), মো. জসিম (৩৫), মো. মোতাহার (৬২), মো. ইব্রাহিম (২৫) ভোলার বাসিন্দা। আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা পণ্যসামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন–অর–রশীদ জানান, গোপন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোর ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে ১০টি অত্যাধুনিক ওয়াকিটকি সেট, ১০টি ওয়াকিটকি চার্জার, ২টি সাবমার্সিবল পাম্প, ১টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।