লোহাগাড়ায় বাস-টেক্সির সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১০ মে, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাসের সাথে সিএনজি টেঙির মুখোমুখি সংঘর্ষে নাছির মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ২ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমোয়া এলাকার মাস্টার আজিজুর রহমানের পুত্র। আহতরা হলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আবদুস সাত্তারের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৫) ও আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র আকতার হোসেন (৫০)

পূর্ববর্তী নিবন্ধহত্যা-আত্মহত্যার প্রবণতা-প্ররোচনা পরিত্যাজ্য
পরবর্তী নিবন্ধএবি পার্টি চট্টগ্রাম মহানগরের সভা