সীতাকুণ্ড মহাসড়কে দেড় ঘণ্টা অবরোধ, ৫০ কিমি যানজট

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১০ মে, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশের মতো সীতাকুণ্ডেও মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে কাঠের টেবিল ও গাছের টুকরো দিয়ে এ অবরোধ করে রাখে তারা। এতে চট্টগ্রাম সিটি গেট থেকে শুরু করে মীরসরাই উপজেলার নিজামপুর পর্যন্ত প্রায় ৫০ কি. মি. যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে ফেনী থেকে আসা এক যাত্রী বলেন, প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভাস্থ বাসস্ট্যান্ড এসে অবরোধে আটকা পড়েছি। গাড়িতে ছেলেমেয়ে নিয়ে অনেক দুর্ভোগে পড়তে হয়েছে আমাদের। অপরদিকে কুমিল্লা থেকে আসা নূর সোলেমান নামক এক যাত্রী বলেন, আমি একজন অসুস্থ ব্যক্তি। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হতে এসেছি। আমার মতো অনেকে অবরোধে আটকা পড়েছে।

অপরদিকে একাধিক গাড়ি চালক জানান, মনে করেছি গন্তব্যে পৌঁছে একটু বিশ্রাম নিবো। কিন্তু তাও আর হচ্ছে না। এখন আবার আমাদের যানজটে পড়তে হলো। এদিকে দেড় ঘন্টা অবরোধ হলেও যানজট স্বাভাবিক হতে হতে রাত প্রায় ১২টা বেজে যায়। দীর্ঘ হয় যানজটের লাইনও। চট্টগ্রাম সিটি গেট থেকে শুরু করে মীরসরাই উপজেলার নিজামপুর পর্যন্ত প্রায় ৫০ কি.মি. যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে বুঝিয়ে বললে তারা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল শুরু হয়। এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন, আমরা অনেক চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাতভর অপেক্ষা, সকালে আইভীকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউত্তাল শাহবাগ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি