ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই শি’র রাশিয়া সফর শুরু

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঢাকডোল পিটিয়ে তার জাঁকজমকপূর্ণ সফরে কিইভের যে আপত্তি আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা শি’র মস্কোতে নামার কিছুক্ষণ আগেও রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

চীন এখন বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি রুশ তেল ও গ্যাস কিনছে, তাদের এ বদান্যতা মস্কোকে তার ইউক্রেন অভিযান শুরুর পর পশ্চিমাদের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে সহায়তা করেছে। বুধবার শি’কে বহন করা বিমানটি মস্কোর ভ্‌নুকভো বিমানবন্দরে নামে, এর কিছুক্ষণ আগেই রুশ কর্তৃপক্ষ জানায় তারা রাজধানী অভিমুখে আসা আরেকটি ইউক্রেইনীয় ড্রোনকে ভূপাতিত করেছে। এ নিয়ে টানা তৃতীয় দিন ইউক্রেন মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালাল; তাদের এ হামলার কারণে শি’র আগমনের তিন ঘণ্টারও কম সময় আগে মস্কোর অন্যতম প্রধান এক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হয়েছিল। সামপ্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেন যে আকাশপথে একে অপরের রাজধানীতে হামলা চালাচ্ছে, তা নিয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শি’র সফরের প্রসঙ্গ উচ্চারণ না করে বলেন, উত্তেজনা বৃদ্ধি এড়ানোই এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। ক্রেমলিন জানিয়েছে, মস্কোতে ইউক্রেনের হামলাচেষ্টা দেখাচ্ছে কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার প্রবণতা। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের বার্ষিকীতে হতে যাওয়া উৎসবের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছুই করবে। এদিকে বুধবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, আগের রাতে রাশিয়াও কিইভ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল, যাতে এক মা ও তার সন্তান নিহত হয়। রাশিয়া বলেছে, তারা কেবল ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালায়, বেসামরিক স্থাপনা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উদ্যাপনে শুক্রবার মস্কোর রেড স্কয়ারে যে কুচকাওয়াজ হতে যাচ্ছে, শি’সহ অন্তত ২৮টি দেশের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ক্রেমলিন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৬১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬