প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত ছিলেন। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন অধ্যাপক এস. এম. নছরুল কদির প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উনাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই সভায় ১৯ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ইউনিভার্সিটির ভৌত অবকাঠামো উন্নয়ন/সংস্কার, ইউনিভার্সিটির জন্য গাড়ি ক্রয় প্রভৃতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ইউনিভার্সিটির চলমান কার্যক্রম সংশ্লিষ্ট কিছু জরুরি বিষয় বিবিধ হিসেবে আলোচনাভুক্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস এম সাইফুল আলম সিএন্ডএফ ফেডারেশনের মহাসচিব
পরবর্তী নিবন্ধচবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সার্ভিস