নগরীর কোতোয়ালী থানা এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় চোরাই প্রাইভেটকার কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় চোরাই একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গত বুধবার দুপুরে সাড়ে তিনটার দিকে পুরাতন রেলস্টেশনের সামনে গ্রামীণ মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে চোরাই প্রাইভেটকার কেনাবেচার সময় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। হালিশহর থানার শাপলা আবাসিকের আব্দুল মালেকের ছেলে মো. শামীম (২৫), ফেনীর সোনাগাজি থানাধীন পূর্বচর চান্দিয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (৩০) ও শরীয়তপুরের নড়িয়া থানার মৃত আবুল কাজীর ছেলে কাজী নজরুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, পুরাতন রেলস্টেশন এলাকায় চোরাই গাড়ি ক্রয় বিক্রয় করা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ। এসময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়।