ফটিকছড়িতে বাইকের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো:নাজিব (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজাদীবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কিশোর নাজিব ধর্মপুর ইউপির ৮নং ওয়ার্ডের কোব্বাত মাস্টা বাড়ির মো: কুতুবের ছেলে।

স্থানীয় সংবাদকর্মী মো: মাসুদসহ অন্যান্যদের কাছ থেকে খবর নিয়ে জানা যায়- ঘটনার দিন নিহত কিশোরের চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠান ছিল। সেখানে বিয়ের সরঞ্জামাদি সাথে নিয়ে মোটরসাইকেল করে যাওয়ার সময় একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হলে মুহুর্তেই তারা দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে এসময় নাজিম মারা যান। এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সার্ভিস
পরবর্তী নিবন্ধমেরিন একাডেমি পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব