চসিক এর শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীদের বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হোক

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীতে নাগরিক সেবা সংস্থাগুলোর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন একটি বৃহৎ নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান। বিভিন্ন নাগরিক সেবার পাশাপাশি চসিক সুশিক্ষিত ও সুনাগরিক গঠনের জন্য নগরীতে প্রায় ৭১টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। তার মধ্যে ২৫টি বালক বিদ্যালয়, ৯টি বালক ও ১৪টির মত বালকবালিকা বিদ্যালয় পরিচালনা করছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নগরবাসীর সন্তানরাই বেশি পড়াশোনা করছে।

দীর্ঘদিন চসিক পরিচালিত এইসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বিনাবেতনে পড়াশোনার সুযোগ থাকলেও বিগত সরকারের মেয়র সেই সুযোগ বন্ধ করে দিলে নিম্ন ও মধ্যবিত্ত নগরবাসীর সন্তানদের অনেক মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। এমতাবস্থায় আমি বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানবিক মেয়র মহোদয়কে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নগরবাসীর সন্তানদের চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনাবেতনে পড়ার সুযোগ দিয়ে একটি মেধাবী ও সুশিক্ষিত জাতি গঠনে অবদান রাখার অনুরোধ জানাচ্ছি।

আবদুর রহিম

মতিয়ারপুল,

কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণেন্দু দস্তিদার : অগ্নিযুগের বিপ্লবী ও লেখক
পরবর্তী নিবন্ধযুদ্ধ এবার বন্ধ করো