ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ ৫ ব্যক্তি নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সামাদ ফকির (৬০), হাফেজ বিল্লার (৪০), শাহিদা বেগম (৩৫), আফসানা (২০) এবং এ্যাম্বুলেন্স চালক মাহবুবুল সর্দার (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (গতকাল) দুপুর ১টায় নিমতলা এলাকার তালুকদার পাম্পের সামনে মাদারীপুর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স চাকা মেরামতের জন্য থামানো হয়। এ সময় যাত্রীসহ এ্যাম্বুলেন্সটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই শাহিদা বেগম নিহত হন। আহতদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর বাসসের।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ আল মামুন জানান, ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স চালক মাহবুবুল সর্দার, মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামের সামাদ ফকির (৬০) এবং তার পুত্র হাফেজ বিল্লার (৪০) ও মেয়ে আফসানা (২০) মারা যায়।