ফটিকছড়ির নাজিরহাটে আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ১২:৪৫ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ পূর্ব ফরহাদাবাদ মৌজার বিএস ১নং খাস খতিয়ানভুক্ত ১০১৯নং দাগের ৮ শতক জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ টীম পৌঁছানোর আগেই প্রায় ৮০% স্থাপনা দখলকারীরা সরিয়ে নেন। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।

জানা যায়- দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১ টি দোকান করে বেদখল করেছিল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নজরে আসলে উচ্ছেদের উদ্যোগ নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ করেন।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম। সরকারি সম্পত্তি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ঝাউবাগানে পড়েছিল এয়ার পিস্তল, উদ্ধার করল ডিবি
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ট্রলি উল্টে সহকারী নিহত, আহত চালক