বাইক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষকের

কক্সবাজার-টেকনাফ সড়ক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারটেকনাফ সড়কের রামুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের রামু খুলিয়া পালং রাবেতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল আফসার। তিনি উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আহমদের পুত্র ও রাবেতা প্রেসিডেন্সিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক। রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের সাথে আকস্মিক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে থাকা মামুন নামের মাদ্রাসার এক কর্মচারী লাফ দিয়ে আত্মরক্ষা পায় এবং বেঁচে যায়।

ওসি বলেন, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি আটক করে রাখে স্থানীয়রা। তবে চালক পালিয়ে যায়। পরে আটক করা কাভার্ড ভ্যানটি জব্দ করছে হাইওয়ে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্টে আহত, হাসপাতালে ২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধএলিজাবেথ আরিফা মুবাশশিরা পাচ্ছেন মুহাম্মদ আলীশাহ্‌ সাহিত্য পুরস্কার