পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ জানিয়েছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। ভারত ও পাকিস্তান দুই দেশেরই প্রতিবেশী চীন। তবে ঘনিষ্ঠ সম্পর্ক চীনের সঙ্গে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন বলেছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। খবর বাংলানিউজের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয় এই দুই দেশ চীনেরও প্রতিবেশী। চীনের অবস্থান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। চীন ভারত–পাকিস্তান দুই পক্ষকেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে। চীনের ওই মুখপাত্র বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
হামলায় ভারতকে ইসরায়েলের সমর্থন : পাকিস্তানে হামলায় ভারতকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এঙে তিনি লেখেন, সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে, নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই।