প্রেসিডেন্সি জুনিয়র আন্তঃহাউস বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের জুনিয়র শাখার আন্তঃহাউস বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জুনিয়র স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শিক্ষক ইসরাত নূরের সঞ্চালনায় প্রেসিডেন্সি জুনিয়র স্কুলের উপাধ্যক্ষ ফিরোজ আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপউপাধ্যক্ষ সালমা আক্তার, চীফ কোঅর্ডিনেটর রউজাতুল জান্নাত এবং স্কুলের শিক্ষকবৃন্দ। একমাসব্যাপি প্রশিক্ষণ ও অনুশীলনের পর ছাত্রছাত্রীদের মোট ৪টি হাউজ দুই গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেকাইট, ফেলকন, হক্‌, ঈগল। ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় হাউজ ‘কাইট’, রানার্সআপ হয় হাউস ‘ফেলকন’। মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় হাউজ ‘হক’্‌, রানার্সআপ হয় হাউস ‘কাইট’। এছাড়া জুহায়ের সাইফান ও আকসা জান্নাত চৌধুরী সর্বোচ্চ স্কোরের জন্য পুরস্কার অর্জন করে। অন্যদিকে ওয়াসি উদ্দিন আহমেদ ও আকসা জান্নাত চৌধুরী টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পুরস্কার অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পরিত্যক্ত জায়গায় হচ্ছে খেলার মাঠ জায়গা পরিদর্শন করলেন ইউএনও